অরাজকতা বন্ধে ২৯ জানুয়ারির মধ্যেই নির্বাচন করবে কমিশন

ফাইল ছবি

সাংবাদিকদের নির্বাচন কমিশনার মো. আলমগীর

অরাজকতা বন্ধে ২৯ জানুয়ারির মধ্যেই নির্বাচন করবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তাই নিজ দায়িত্ব পালনে যথাসময়ে নির্বাচন করবে কমিশন।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন নির্বাচন কমিশনার।  

তিনি আরও বলেন, নিজ দায়িত্ব পালনে যথাসময়ে নির্বাচন করবে ইসি।

এছাড়া সংকট এড়াতে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করতে অক্টোবরেই সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানাবে ইসি। দক্ষ এবং আর্থিক সামর্থ্য আছে এমন বিদেশী পর্যবেক্ষকদেরই প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের আগে বিদেশি পর্যবেক্ষকরা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচন কমিশনার।

এর আগে গতকাল নির্বাচন কমিশন জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে বলে জানা গেছে। আগের নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে কমিশন।

news24bd.tv/FA