নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
মঙ্গলবার মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে হেরে ইতোমধ্যে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।
আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শান্তর নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ দল। ১৬তম অধিনায়ক হিসেবে শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় একজন ক্রিকেটার হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার।