তামিম ইকবাল নেই, নেই লিটন দাসও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তাই নিজেদের প্রমাণের সুযোগ পান তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত জাকির হাসান। কিন্তু দুজনেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররাও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শান্তর লড়াকু ব্যাটিংয়ে ২৮ ওভার শেষে স্কোরবোর্ডে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। তবে এরই মধ্যে টাইগাররা হারিয়ে ফেলেছে ৬ উইকেট।
আজ মঙ্গলবার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ রান তুলতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত জাকির ১ রানে বোল্ড অ্যাডাম মিলনের ইয়র্কারে। তানজিদ ৫ রানে ফেরেন ট্রেন্ট বোল্টের বলে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়ে। শুরুতেই ২ উইকেট হারানোয় উইকেটে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন তাওহীদ হৃদয়। তবে পরিকল্পনা করে তাকেও সাজঘরে ফেরত পাঠান মিলনে। ১৭ বলে ১৮ রান করেন তাওহীদ।
মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রাথমিক ধাক্কা কাটায় মুশফিকুর রহিমকে নিয়ে শান্ত গড়া জুটিতে। মুশফিক দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হলে ভাঙে ৫৩ রানের এ জুটি। এরপর উইকেটে এসে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ (২১) এবং শেখ মাহেদি হাসানও (১৩)। দুজনেই পেসে পরাস্ত। মাহমুদউল্লাহ উইকেটের পেছনে ক্যাচ দেন টম ব্লান্ডেলকে। মাহেদী ওই ব্লান্ডেলের গ্লাভসবন্দী করান বোল্ট।
বাকিদের এমন আসা-যাওয়ার মিছিলে একাই লড়ে যাচ্ছেন শান্ত। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়ে তিনি এগোচ্ছেন তৃতীয় সেঞ্চুরির পথে। বলে রাখা ভালো, চোটে পড়ে এশিয়া কাপ শেষ করার আগেও আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত। অর্থাৎ, টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে আছেন তিনি।
news24bd.tv/SHS