১৭১ রানেই অলআউট বাংলাদেশ

সংগৃহীত ছবি

১৭১ রানেই অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আবারও ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৬ রানের ইনিংসের পরও ১৭১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের রানের চাকা।

আজ মঙ্গলবার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ রান তুলতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত জাকির ১ রানে বোল্ড অ্যাডাম মিলনের ইয়র্কারে।

তানজিদ ৫ রানে ফেরেন ট্রেন্ট বোল্টের বলে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়ে। শুরুতেই ২ উইকেট হারানোয় উইকেটে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন তাওহীদ হৃদয়। তবে পরিকল্পনা করে তাকেও সাজঘরে ফেরত পাঠান মিলনে। ১৭ বলে ১৮ রান করেন তাওহীদ।

মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রাথমিক ধাক্কা কাটায় মুশফিকুর রহিমকে নিয়ে নাজমুল হোসেন শান্তর গড়া জুটিতে। মুশফিক দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হলে ভাঙে ৫৩ রানের এ জুটি। এরপর উইকেটে এসে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ (২১) এবং শেখ মাহেদি হাসানও (১৩)। দুজনেই পেসে পরাস্ত। মাহমুদউল্লাহ উইকেটের পেছনে ক্যাচ দেন টম ব্লান্ডেলকে। মাহেদী ওই ব্লান্ডেলের গ্লাভসবন্দী করান বোল্ট।

বাকিদের এমন আসা-যাওয়ার মিছিলে একাই লড়ছিলেন শান্ত। তবে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়ে তৃতীয় সেঞ্চুরির পথে এগোতে থাকা শান্ত কাটা পড়েন ব্যক্তিগত ৭৬ রানে। কোল ম্যাককনকিকে উইকেট দেন তিনি। এরপর স্কোরবোর্ডে আর ৩ রান উঠতেই বাকি ৩ উইকেট হারায় টাইগাররা। নাসুম আহমেদ ফেরেন ৭ রান করে, তার উইকেট নেন ম্যাককনকিই। এর আগে হাসান মাহমুদকে (১) ফেরান রাচিন রবীন্দ্র। শেষ ব্যাটার হিসেবে মিলনের শিকার হওয়ার আগে শরীফুলও ১ রানের বেশি করতে পারেননি।

news24bd.tv/SHS