৪৯৭ গাড়ি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

৪৯৭ গাড়ি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরে ৪৯৭টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি লোটাস লিডার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পানামা পতাকাবাহী এ জাহাজটি বন্দর জেটিতে নোঙ্গর করার পর গাড়ি খালাসের কাজ শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনওয়াইকে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী এম ভি লোটাস লিডার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভেড়ে। সেখানে ৩০০ গাড়ি খালাসের পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে।

দুপুর থেকেই
জাহাজ থেকে গাড়ি খালাসের কাজ শুরু হয়। গাড়ি খালাস শেষে ২৭ সেপ্টেম্বর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জানান, পদ্মা সেতু চালুর হওযায় ঢাকা থেকে সড়ক পথে মোংলা বন্দরের দূরত্ব কমেছে। ফলে আমদানি-রপ্তানিকারকেরা এখন আগের তুলনায় মোংলা বন্দর ব্যবহারে বেশি আগ্রহী হয়েছেন।

সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর।

news24bd.tv/towhid

এই রকম আরও টপিক