চুলা থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

চুলা থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে রান্নার চুলা থেকে আগুন লেগে শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার মা ইয়াতুন বেগম (৭০) ও শিশু সন্তান মাইশা (৮) আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের রমজান আলীর স্ত্রী।

 

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম খড়ির চুলায় রান্না করছিলেন। অসাবধানতাবশত চুলা থেকে রান্না ঘরে হঠাৎ আগুন লাগে।  আগুনে ইয়াকুলের স্ত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই মারা যান।  এ সময় শাহনাজ বেগমকে
বাঁচাতে গিয়ে রমজানের শাশুড়ি ইয়াতুন বেগম ও মেয়ে মাইশা গুরুতর আহত হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এই রকম আরও টপিক