নাটোরের লালপুরে রান্নার চুলা থেকে আগুন লেগে শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার মা ইয়াতুন বেগম (৭০) ও শিশু সন্তান মাইশা (৮) আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের রমজান আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম খড়ির চুলায় রান্না করছিলেন। অসাবধানতাবশত চুলা থেকে রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। আগুনে ইয়াকুলের স্ত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় শাহনাজ বেগমকে
বাঁচাতে গিয়ে রমজানের শাশুড়ি ইয়াতুন বেগম ও মেয়ে মাইশা গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।