আরসার গান কমান্ডার মুছাসহ গ্রেপ্তার ৪, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সংগৃহীত ছবি

আরসার গান কমান্ডার মুছাসহ গ্রেপ্তার ৪, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ দুই জন আরসা সন্ত্রাসী এবং তাদের সহযোগী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের চারজনকে টেকনাফ থানার হোয়াইক্যং এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।  

তিনি বলেন, আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ দুইজন আরসা সন্ত্রাসী ও তাদের সহযোগী দুইজন বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

news24bd.tv/আইএএম