কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিচ কার্নিভাল। আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এই আয়োজনে যোগ দিতে এরই মধ্যে কক্সবাজারে উপস্থিত হয়েছেন লাখো পর্যটক।
আজ সকালে সৈকতের লাবণী পয়েন্ট থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সাড়ে ৯টায় উদ্বোধন হবে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল।
সমুদ্র সৈকত ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
ইতোমধ্যে মেলাকে কেন্দ্র করে পর্যটকদের কক্সবাজারমুখী করতে থাকা খাওয়া, কেনাকাটা ও পর্যটন সংশ্লিষ্ট সেবাগুলোতে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।
সৈকতের লাবণী পয়েন্টে তৈরি হয়েছে মেলার মঞ্চ ও দুই শতাধিক স্টল।
কক্সবাজারকে বিশ্বের সামনে নতুন রূপে তুলে ধরতে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দ্বিতীয় বারের মতো হচ্ছে বিচ কার্নিভাল।
news24bd.tv/আইএএম