হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে আইনি নোটিশ

সংগৃহীত ছবি

হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নোটিশ পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার সারাদিন নাটকীয়তার পর রাতে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়।

একই সঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি।

১৫ সদস্যের এ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।

 

এদিকে আজ এক ফেসবুক স্ট্যাটাসে তামিম জানিয়েছেন, বাংলাদেশ দল দেশ ছাড়লে তিনি গত কয়েকদিনে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে মুখ খুলবেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটনার ব্যাপারে কিছু কথা বলবো।  গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি, বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার আছে। ’   

news24bd.tv/আইএএম