আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নাশকতা রোধে দেশব্যাপী রোবাস্ট পেট্রোল মোতায়েন ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা শুরু করেছে র্যাব।
বুধবার, ৩০০ ফিট রাস্তা সংলগ্ন আইসিসিবির সামনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব ১ এর অধিনায়ক মেজর মোসতাক।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে সারাদেশে একযোগে রোবাস্ট পেট্রোল টিম কাজ করছে।
এছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি, ছিনতাই রোধে নিয়মিত র্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে।
এছাড়াও যেকোনো গুজব অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে বলেও জানান র্যাবের এর অধিনায়ক। সম্মেলন শেষে র্যাব-১ এর রোবাস্ট পেট্রোল টিমের একটি বিশেষ মহড়াও প্রদর্শন করা হয়।