ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৫০

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৫০

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৫৮ জনে দাঁড়াল।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭২৬ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২২৪ জন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ১২৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে বুধবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩১ জন।

এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮১ হাজার ২১৬ জন। আর ঢাকার বাইরের ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮ হাজার ৮৫২ জন।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

news24bd.tv/FA