সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মো. আবুল বাশার মিয়া এ দন্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- শাহজাদপুর থানার টেকুরপাড়া গ্রামের তাজের ফকিরের দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম, একই গ্রামের আব্দুস সালামের ছেলে আজিজুল ও আবুল কালামের ছেলে বোরহান উদ্দিন।

মামলার নথি থেকে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র শাহজাদপুর উপজেলার টেকুরপাড়া গ্রামের আব্দুল জব্বার ও ইসমাইল এবং সাইদ গংয়ের সাথে আসামি আব্দুস সালাম ও আবুল কালাম গংয়ের দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে ২০০৫ সালের ২২ এপ্রিল বিকেল তিনটার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে আব্দুল জব্বার ও ইসমাইলের উপর হামলা চালায়। এ সময় আবু সাঈদ বাঁধা দিতে গেলে আসামিরা আবু সাঈদসহ ৪ জনকে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় ৪ জনকে সিরাজগঞ্জ শহরের মঈন উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা চলাকালে আবু সাইদের অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যায়।

এ ঘটনায় আবু সাইদের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১২জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত ৪ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. জেবুন্নেছা (জেবা রহমান) জানান, সাক্ষ্য প্রমাণ শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের উপস্থিতি আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/FA