প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তুরাগে নৌকা বাইচ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তুরাগে নৌকা বাইচ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ফিরলো হারিয়ে যেতে বসা ঐতিহ্য। বিআইডাব্লিউটিএ-এর আয়োজনে তুরাগ নদীতে নৌকা বাইচের স্বাদ পেল রাজধানীবাসী। প্রতিযোগিতা শেষে পুরষ্কার তুলে দেওয়া হয় বিজয়ী দলের হাতে। প্রতিবছর এমন আয়োজন করার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা।

বাদ্যের তালে তালে নৌকার মাঝি-মাল্লাদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর ছন্দই অন্যরকম এক উৎসবের সৃষ্টি হয় তুরাগে। যান্ত্রিক এই নগরীতে এ যেন এক অন্যরকম পরিবেশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।  

প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দল।

ছুটির দিন হওয়ায় নৌকা বাইচ দেখতে আসেন সব শ্রেণি-পেশার মানুষ। নদীর দুই পাড়ে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। প্রথম হয় সিকদারবাড়ি।

অনুষ্ঠান শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, নদীগুলো দখলমুক্ত হওয়ার কারণেই নৌকা বাইচ আয়োজন করা সম্ভব হয়েছে।

news24bd.tv/আইএএম