‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে’

সংগৃহীত ছবি

‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে’

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে আমি জানি, জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অন্ধকারে থাকে। ’

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির হলিডে একপ্রেস ইন হোটেলে আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) শাসনামলে নিজেদের ভাগ্য গড়তে অনেকেই ব্যস্ত ছিল। ফলে তারা জনগণের জন্য কিছুই করেনি। অপরদিকে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত দেশে ব্যাপক উন্নয়ন করেছে। ’

শেখ হাসিনা বলেন, ‘২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।

এ জন্য দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথ মসৃণ করার উপায় খুঁজে বের করতে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। আমি জানি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রায় কোনো জটিলতা হবে না। ’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ওপর আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। তারা এখনো বিশ্বাস করে আওয়ামী লীগই পারে তাদের ভাগ্যের পরিবর্তন করতে এবং দেশের উন্নয়নকে টেকসই করতে। জনগণ আমার শক্তি। দেশবাসী আমার পরিবার এবং আমি এটা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করছি। ’

সরকারপ্রধান বলেন, ‘সরকার ভূমি ও গৃহহীনদের বিনা মূল্যে বাড়ি দিচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, আড়াই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে, যাতে দেশবাসী কষ্ট না পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ গৃহহীন ও অতি দরিদ্র থাকবে না।

উন্নয়নের ধারা অব্যাহত রেখে সরকার দেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘সতর্ক থাকুন, দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে। ’

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের চরিত্র এখনও পরিবর্তন হয়নি। তারা ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে দেশ ধ্বংসের খেলায় নেমেছে।  

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এতো নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে আর কেউ কাজ করবে না। আমরা চাই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এক্ষেত্রে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। ’

news24bd.tv/কেআই