গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

সংগৃহীত ছবি

গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

গাঁজা খেয়ে মানুষ টালমাটাল হয়- এ কথা আমরা সচারাচার শুনে থাকি, তাই বলে ভেড়ার পাল গাঁজা খেয়ে টালমাটাল-এমন খবর একটু বাড়তি আগ্রহরই জন্ম দেয়। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ গ্রিসের থেসালিতে।  

ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছিল ভেড়ার পাল, এক পর্যায়ে তারা না বুঝেই হামলে পড়ে গাঁজার ক্ষেতে। এরপর প্রায় ১০০ কেজি গাঁজা খেয়ে টালমাটাল হয়ে পড়ে ভেড়াগুলো।

 

জানা যায়, দাবানলের পর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে গ্রিস। বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল।

গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাজা ক্ষেতের বিরাট অংশ খেয়ে নিয়েছে ভেড়ার পালটি। এরপর শুরু করে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গণমাধ্যম জানিয়েছে, গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।

ক্ষেতের মালিক গণমাধ্যমকে বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তার, সেখানে ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝছি না আসলেই আমার কী বলা উচিত। ’

মেষপালকদের একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার ক্ষেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক