দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন গোলাম রাব্বানী

সংগৃহীত ছবি

দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন গোলাম রাব্বানী

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টিম পজিটিভ বাংলাদেশ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ১০০ জন অসহায় কর্মহীন নারীকে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, তিনি চেষ্টা করছেন। উন্নয়নের যে সফলতা তার শতভাগ বাংলাদেশ পাচ্ছে না।

নিজে দুর্নীতি, অনিয়ম না করে সাক্রিফাইসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে হবে, তার চলার পথকে মসৃণ করতে হবে। আমরা দুর্নীতি দূর করতে পারি নাই। দুর্নীতির বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনতার মঞ্চ হয়েছিল।

প্রয়োজনে সেইভাবে বিশেষ ট্রাইব্যুনাল বা টাস্কফোর্স গঠন করে সকল দুর্নীতিবাজদের বিচার কর‍তে হবে। রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও তাদের পরিবার আত্মীয়স্বজনদের সম্পত্তির হিসাব নিতে হবে। দুর্নীতির যে টাকা বের হবে তা দিয়ে মুদ্রাস্ফীতি ও ব্যাংকের রিজার্ভ সব পূরণ হয়ে যাবে। দুর্নীতির টাকা আনতে পারলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১০০ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করি।

news24bd.tv/আইএএম