যে কারণে শুক্রবারের সমাবেশ স্থগিত করলো গণঅধিকার পরিষদ

সংগৃহীত ছবি

যে কারণে শুক্রবারের সমাবেশ স্থগিত করলো গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদ তাদের আগামীকালের (শুক্রবারের) বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

আবু হানিফ জানান, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আগামীকাল শুক্রবার জরুরি মিটিং রয়েছে, তাই আমাদের পূর্বনির্ধারিত শুক্রবার কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটি স্থগিত করা হলো। তবে পূর্বঘোষিত আগামী ২ অক্টোবর জেলায় জেলায় গণঅধিকার পরিষদের পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আর আগামী ৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালভার্ট রোডে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ করবে দলটি।

সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সভাপতিত্ব করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হক নুর।

news24bd.tv/আইএএম