তামিমের অধিনায়কত্ব ছাড়া ভুল ছিল: মাশরাফি

সংগৃহীত ছবি

তামিমের অধিনায়কত্ব ছাড়া ভুল ছিল: মাশরাফি

অনলাইন ডেস্ক

এ বছরের জুলাইতে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। অফ-ফর্ম, চোট এবং টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট নানা সমস্যায় আকস্মিক এই সিদ্ধান্ত নেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নিলেও, অধিনায়কত্ব আর নেননি তিনি। আর তামিমের এই সিদ্ধান্তকেই ভুল বলছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। যে দলে নেই তামিম। তাকে বাদ দিয়েই বিশ্বকাপগামী বিমানে চড়েছে টাইগাররা। কিন্তু তামিমের বাদ পড়ার থেকেই চারদিকে উঠেছে একের পর এক প্রশ্ন।

সেসব প্রশ্নের উত্তর দিতে তামিমকে দিতে হয়েছে ভিডিও বার্তা। দেশ ছাড়ার তামিমের বাদ পড়ার যার দিকে বেশি আঙুল উঠছিল সেই সাকিব আল হাসানও বিশেষ এক সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় পরিষ্কার করেন।

এদিকে, চলমান এ প্রসঙ্গে আজ কথা বলেছেন মাশরাফিও। ১৬ মিনিটের ভিডিও বার্তায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার আগে তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রথমে মুখ খোলেন তিনি। মাশরাফি বলেন, ‘আমার কাছে কোনো এঙ্গেল থেকেই মনে হয়নি, তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। এখন একটা ইস্যু ছিল ইনজুরি, এখন ইনজুরি থাকলে আসলে কিছু করার নেই এবং পরিষ্কারভাবে তার ইনজুরি ছিল। ’ 

তিনি আরও বলেন, ‘একটা বিষয়, বোর্ড শুরু থেকেই তামিমকে নিয়ে স্বস্তিতে ছিল। বোর্ডও জানিয়েছে, তারা তামিমকেই অধিনায়ক হিসেবে দেখছে। এখন ইনজুরির সঙ্গে মিলিয়ে তার অধিনায়কত্ব ছাড়া আসলেই উচিত ছিল কি-না, তা তামিমই ভালো বলতে পারবে। ’

কোনো এক বোর্ড কর্তার ফোনে উত্তেজিত হয়ে তামিমের দলে না থাকার প্রসঙ্গে মাশরাফি আরও বলেন, ‘এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। বোর্ড একটা জিনিস সবার কাছেই পরিষ্কার করেছে, তামিমের অধিনায়কত্ব নিয়ে বোর্ডের কোনো সমস্যা নেই। এখন পয়েন্ট হচ্ছে, তামিমের ইনজুরি। এই কারণে কনফিউসড হয়ে তামিম ক্যাপ্টেন্সি ছেড়েছে। এখন আর একটু অপেক্ষা করে, পরীক্ষা-নিরীক্ষা করে তার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কেননা অধিনায়কত্ব যদি ছাড়তেই হতো, তাহলে আদর্শ হতো অন্তত ৬ মাস বা ১ বছর আগে করা। ’