হবিগঞ্জে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচএম ইশতিয়াক মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার শিমুলঘর গ্রামের শান্তা আক্তার (২৪) ও সাদিয়া আক্তার (১২)।  

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আহ্‌সান জানান, নিহত দুই নারীসহ তিনজন আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে আহত হলে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ইউএনও বলেন, নিহতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

news24bd.tv/কেআই