ফেনীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসচাপায় নিহত ৩

প্রতীকী ছবি

ফেনীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসচাপায় নিহত ৩

অনলাইন ডেস্ক

ফেনীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া অংশে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

 নিহত দুজন হলেন- উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের (৬৩), তাঁর স্ত্রী সালমা আক্তার (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

সিএনজি চালক মনা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

গোপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদেক হোসেন জানান, তাহের ছয় ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তাহেরের এক ছেলে ও এক মেয়ে। ছেলে ফুয়াদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত।

হাইওয়ে পুলিশের ফাজিলপুর মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাগলনাইয়া অভিমুখে প্রবেশকালে সিএনজি অটোরিকশাকে নিজকুঞ্জরার পিএইচপি প্লট গ্লাস ফ্যাক্টরির সামনে ইউটার্নে মোড় নেওয়ার সময় চাপা দেয়। এতে চারজন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

news24bd.tv/কেআই