টাঙ্গাইলেও চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাস ধর্মঘটে অচল টাঙ্গাইল, নাকাল যাত্রীরা

টাঙ্গাইলেও চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টা কর্মবিরতি টাঙ্গাইলেও পালন করা হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল ৬টা থেকেই টাঙ্গাইলের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে বাস না চলায় যাত্রীদের ভোগান্তিকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া অাদায় করছে সিএনজি ও লেগুনা চালকরা।

মহাসড়কে বাস চলাচল না করায় যাত্রীরা ভিড় জমাচ্ছে রেল স্টেশনে।

উল্লেখ্য, সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা
কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেডারেশনের নেতারা।

গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

সড়কে নেই বাস। ভিডিওতে দেখুন টাঙ্গাইলে বাস ধর্মঘট

সম্পর্কিত খবর