ফেনীতে পরিবহন ধর্মঘট, যাত্রীরা চরম দুর্ভোগে 

ফেনীতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

ফেনীতে পরিবহন ধর্মঘট, যাত্রীরা চরম দুর্ভোগে 

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট কারণে রোববার ভোর ৬টা থেকে ফেনী থেকে ছাড়ছে না দূরপাল্লার কোন বাস। মহাসড়কে বাস চলাচল না করায় ফেনী থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে চলাচলকরী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বন্ধ রয়েছে ফেনীর সাথে বিভিন্ন উপজেলায় চলাচলরত ছোট যানচলাচলও।

ভোরে স্টার লাইন পরিবহনের টার্মিনাল, এনা পরিবহনের টার্মিনালসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল টার্মিনালেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বাস। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্তের আলোকে চালক ও শ্রমিকরা বাস চালাতে অস্বীকৃতি জানানোর কারণে মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। মহাসড়কে গাড়ি না থাকায় শতশত যাত্রী ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে পারছে না।  

মহাসড়কে বড় গাড়ি না চলাচল করায় মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকরা কয়েকগুন বেশি ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

 

NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর