জিরোনার মাঠ থেকে শনিবার ৩-০ ব্যবধানে জিতে এসেছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন জোসেলু, চুয়ামিনি ও বেলিংহাম। এর আগের ম্যাচেও জয় পায় রিয়াল। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাদ্রিদ।
আট ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২০ পয়েন্টে দুইয়ে বার্সেলোনা। ১৯ পয়েন্টে তিনে জিরোনা।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই চাপে পড়ে রিয়াল মাদ্রিদ।
গোলরক্ষক ফিরিয়ে দেন, ফিরতি বল জোসেলু বাড়ান বেলিংহামের পায়ে। ছয় গজ বক্সের ভেতর থেকে ভলিতে বল জালে পাঠান ইংলিশ এই মিডফিল্ডার। শেষ দিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেস।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। ৩৬ মিনিটে স্পার্সদের এগিয়ে নেন সন হিউং মিন। প্রথমার্ধেই লিভারপুলকে সমতায় ফেরান গোডি গাকপো। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিজেদের জালেই বল জড়িয়ে টটেনহামকে জয় উপহার দেন জো মাতিপ। সাত ম্যাচে ১৬ পয়েন্টে চারে লিভারপুল। ১৭ পয়েন্টে দুইয়ে টটেনহাম।
news24bd.tv/আইএএম