১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মুজিব একটি জাতির রূপকার’

সংগৃহীত ছবি

১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মুজিব একটি জাতির রূপকার’

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চিত্রায়িত সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’ এর মাধ্যমে আগামীর প্রজন্ম এ দেশের সঠিক ইতিহাস- ঐতিহ্যের ধারক বাহক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সিনেমাটির ট্রেইলার প্রদর্শন এবং মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, ১৫ আগস্টের কাল রাতের নির্মমতার গল্প নিয়ে এটি চিত্রায়িত হয়েছে, যা তরুণ প্রজন্মের জন্য একটি দৃশ্যমান দলিল হয়ে থাকবে।  

এ সময় আগামী ১৩ অক্টোবর সিনেমাটির শুভ মুক্তির তারিখ ঘোষণা করেন তথ্যমন্ত্রী।

  
news24bd.tv/আইএএম