উত্তরায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা: গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

উত্তরায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা: গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

উত্তরায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ভাইকে খুন ও আরেক ভাইকে আহত করার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা। রোববার (১ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানায় সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার মোর্শেদ আলম এ তথ্য জানান।  

তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে রফিক ও নাসির নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন তারা। ছিনতাইকারীরা মাদকসেবন ও কেনাবেচার সঙ্গেও জড়িত।

গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে উত্তরার বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারের কাছে ধীরগতির চলন্ত পিকআপে উঠে মোবাইল ও টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। এ সময় দেলোয়ার হোসেন ও তার ভাই ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী।  

পরে দুই ভাইকে চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরেক ভাই আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

news24bd.tv/আইএএম