বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হলে আগে আইন অনুযায়ী কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন আইনমন্ত্রী। এসময় তিনি জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তার ৪০১ ধারার আদেশ বাতিল করে কারাগারে যেতে হবে। তাহলে তিনি আদালতে যেতে পারেন।
আইনমন্ত্রী বলেন, ৬ মাস করে শর্ত সাপেক্ষে সাজা স্থগিতের আদেশ সরকার বাতিল করবে না। এই আদেশ সরকার বাতিল করলে সেটা অমানবিক হবে। এর আগে ৪০১ ধারায় তাকে ৮ বার সাজা স্থগিত করে হয়েছে।
এর আগে সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আইনের প্রক্রিয়া মেনেই যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে কথা বলেছেন, সেটা আইনি কথাই বলেছেন। এই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।