খালেদা জিয়ার বিষয়টি আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আইনমন্ত্রী পাবলিকলি বলেছিলেন, আবেদন করা হলে সুবিবেচনা করা হবে। তারই প্রেক্ষিতে আবেদন করেছিলেন শামীম ইস্কান্দার। কিন্তু বেগম জিয়ার বিষয়টি আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিক ভাবে বিবেচনা করা হয়েছে।
এদিন সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তার ৪০১ ধারার আদেশ বাতিল করে কারাগারে যেতে হবে। তাহলে তিনি আদালতে যেতে পারেন। এ বিষয়ে তিনি আদালতে আবেদন করতে পারেন।