রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানী খিলগাঁও থানার ত্রিমোহনী নাসিরাবাদ টেকপাড়া এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম সুমাইয়া আজমিন সূর্যা (২৪)।

রোববার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ।

তিনি জানান, আমরা খবর পেয়ে দুপুর দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ ত্রিমোহনী টেকপাড়া এলাকার একটি বাসায় যায়। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি নিজ বাসায় থাকতেন, কীভাবে ঘটনা ঘটেছে কিছুই জানি না।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক