আবারও কি বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার?

সংগৃহীত ছবি

আবারও কি বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার?

অনলাইন ডেস্ক

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকার। এ বছরের ১৯ সেপ্টেম্বর এ দলে যোগ দেন তিনি। এর পরই দলের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তৃণমূল বিএনপিতে মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৈমূর আলমের কাছে গণমাধ্যমের পক্ষ জানতে চাওয়া হয়, বিএনপি যদি তাকে আবার ডাকে তিনি যোগ দেবেন কি না? 

জবাবে তৈমূর বলেন, দলে ফেরার কোনো সুযোগ নেই।

তবে দলের সঙ্গে জোট হতে পারে, সেটি তৃণমূল বিএনপির সিদ্ধান্তক্রমে। জোটের রাস্তা তো যখন-তখন ভাঙে। আমাকে যদি বিএনপি প্রয়োজন মনে করতো, গত ১৩ বছরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত। সে সমর্থনের সুযোগ দেয়নি।
 

তিনি আরও বলেন, বিএনপির এখন অত্যন্ত সুসময়। এ সুসময়ে আমার মতো খড়কুটোর দরকার নেই।  

এদিকে তৈমূর আলম তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপিতে কেমন প্রভাব পড়তে পারে— এ নিয়ে অনেক নেতা কথা বলেছেন।  

এরই অংশ হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপির কোনো ক্ষতি হবে না।

রুমিন ফারহানা বলেন, বিশেষ করে তৈমূর আলম স্যার শুধু রাজনীতিতে সিনিয়র না, তিনি আমার কোর্টেও সিনিয়র। পাশাপাশি তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী। জুনিয়র হিসেবে আমাদের যথেষ্ট স্নেহ করেছেন। উনাকে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। তবে ইতিহাস একটা কথা বলে— দল যখন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকে, তখন অনেকে দল ছেড়ে দেয় অথবা ক্ষমতায় থাকাবস্থায়ও ছেড়ে দেয়। যেমন বদরুদ্দোজা চৌধুরীও দল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরিণতিটা কী হয়?

রুমিন ফারহানা অতীতের দৃষ্টান্ত সামনে এনে বলেন, আমরা যদি দেখি, বি চৌধুরী, কর্নেল অলি, এরও আগে দল ছেড়েছিলেন কেএম ওবায়দুর রহমান। তাতে কি মূল দলের কখনো ক্ষতি হয়েছে? এতে বিএনপির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।  

news24bd.tv/আইএএম