রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে পুলিশ কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির ৩৬তম কমিশনার বলেন, সামনে নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি নির্মূল এখন বড় চ্যালেঞ্জ। সোমবার (২ অক্টোবর) সকালে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপির নবনিযুক্ত কমিশনার বলেন, বর্তমানে অপরাধের ধরন বদলে গেছে।
তিনি বলেন, যানজট ঢাকা শহরের বড় সমস্যা। বর্তমানে মাদক সমস্যাও রয়েছে।
নতুন কমিশনার বলেন, উন্নত দেশের পুলিশের চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আধুনিক। বিট, কমিউনিটি পুলিশের সঙ্গে ঢাকাকে শৃঙ্খল নগরী হিসাবে গড়ে তুলতে ডিএমপি বদ্ধপরিকর।
তিনি বলেন, থানার সেবা আরও জোরদার করা হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানে কাজ করবে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, একটি দেশের ভিসা নীতি কী হবে এটা তাদের বিষয়। এর জন্য পুলিশের ভেতরে কোনো উদ্বেগ নেই।
news24bd.tv/আইএএম