বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির হানা, খেলা বন্ধ

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির হানা, খেলা বন্ধ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির শঙ্কা ছিলো ম্যাচ শুরু আগে থেকেই। বেরসিক বৃষ্টিতে ম্যাচের ৩১তম ওভারে বন্ধ হয়ে গেছে খেলা।

খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটের খরচায় ১৫৩ রান। ৭৩ বলে ৬০ করে উইকেটের একপ্রান্ত আগলে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

উইকেটের অপরপ্রান্তে রয়েছেন তাওহীদ হৃদয়।

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারায় তারা।

তবে উইকেটের একপ্রান্ত থেকে প্রতিরোধ গড়ে তোলেন তানজিদ হাসান তামিম।

মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

news24bd.tv/কেআই