যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে পুলিশ কার্যালয়ের ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হননি কেউ। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন পুলিশ সিসি ক্যামেরায় ধারণকৃত এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নাটকীয় এ ঘটনার সাথে জড়িত ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন হারগ্রেভস।
ভিডিওতে দেখা যায়, নিজেই গাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন জন। কর্তব্যরত পুলিশ আটক করে তাকে। এরপর তাকে হাজতে নেয়া হয়।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, এর আগে একইদিন আরো একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যান জন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
news24bd.tv/A