বহুল আলোচিত ঢাকার আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
সোমবার সন্ধ্যায় গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার রাতে সাভারের আশুলিয়ায় নিজ ফ্ল্যাটে পোশাক শ্রমিক দম্পতি ও তাদের একমাত্র সন্তানসহ একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তারুল হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ছেলে মেহেদী হাসান জয়।