ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতীকী ছবি

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের মধুগঞ্জ ঢাকালেপাড়া থেকে ১১০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- জুয়েল রানা (৩৭) ও তার স্ত্রী নাসরিন খাতুন (৩০)।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়াতে অভিযান চালানো হয়।

এ সময় জুয়েল রানার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে থানাতে সোপর্দ করা হয়েছে।