বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রও একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান মিলার। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। যেটা বাংলাদেশ সরকার তাদের সাম্প্রতিক বিবৃতিতে ব্যাখ্যা করেছে।
মিলার আরও বলেন, কোনো দলের সমর্থনে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র। এসময় গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ম্যাথিউ মিলার।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম, সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে— যুক্তরাষ্ট্রও সেটি চায়।