বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া কয়েকটি পেইজ খোলা হয়েছে। এতে বিব্রত সাংসদ রমেশ চন্দ্র সেন।
মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসভবনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিব্রত হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
রমেশ চন্দ্র সেন বলেন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, সংসদ সদস্যের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া পেইজ খোলার বিষয়টি জেনেছি।