জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫.৬ শতাংশে : বিশ্বব্যাংকের প্রতিবেদন

সংগৃহীত ছবি

জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫.৬ শতাংশে : বিশ্বব্যাংকের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশ। যা আগামী অর্থবছরে বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার বিশ্বব্যাংক উন্নয়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক।

এর আগে 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস' শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, 'বৈশ্বিক পরিবেশে যে পরিবর্তন, এতে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

' এর প্রভাবে দেশটির জিডিপির প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমে ৫ দশমিক ২ শতাংশ হতে পারে।

তবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমলেও আগামী অর্থবছরে এটা বৃদ্ধি পাবে। প্রবৃদ্ধি কমের কারণ হিসেবে বৈশ্বিক মন্দার বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারি থেকে শক্তিশালী পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।

তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা, বাহ্যিক চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মহামারি পরবর্তী পুনরুদ্ধার ব্যাহত হয়েছে।

এতে আরও বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হারের সীমা তুলে দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সেইসাথে রিজার্ভের পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রাকে বাজারভিত্তিক করার কথাও বলছে সংস্থাটি। এদিন একই সাথে দক্ষিণ এশিয় উন্নয়ন প্রতিবেদনও প্রকাশ করা হয়।

এই রকম আরও টপিক