ঘুমের ওষুধ খাওয়ানোর পর পকেট থেকে মাত্র ৫ হাজার টাকা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঢাকার আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারে তিনজনকে হত্যা করা হয়।
মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার সাগর আলী ও ঈশিতা বেগম জানিয়েছে, ২০২০ সালে টাঙ্গাইলে ২০০ টাকার জন্য ৪ জনকে হত্যা করেছে সাগর আলী। তখনও তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, বর্তমানে ওই প্রভাবশালী নেতা কারাগারে রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।