স্যাংশন নিয়ে নিয়ে র্যাব চিন্তিত নয় বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। প্রতিষ্ঠার পর থেকেই র্যাব আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান র্যাবের এই মুখপাত্র। মার্কিন ভিসা নীতি নিয়ে র্যাবের কোনো চিন্তা নেই বলে জানান তিনি।
এর আগে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয়।