বিএনপিকে আদালতে গিয়ে আইনের ব্যাখ্যা চাইতে বললেন তথ্যমন্ত্রী

ফাইল ছবি

বিএনপিকে আদালতে গিয়ে আইনের ব্যাখ্যা চাইতে বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকার কোনোভাবেই আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে না, বিএনপি সংক্ষুব্ধ হলে আদালতে গিয়ে ব্যাখ্যা চাইতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা চাকরি বাঁচাতে জনগণের সামনে মিথ্যাচার করে যাচ্ছে। এত এত প্রতিহিংসা দেখানো খালেদা জিয়ার প্রতি মহানুভবতা দেখাচ্ছে সরকার।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সভা সমাবেশে বোমা ফোটাতো, কিন্তু বিএনপির মিটিংয়ে ১৫ বছরে একটা পটকাও ফোটেনি।

এসময় মন্ত্রী বলেন, কিছু আইপি টিভি নিয়ম মানছে না। ক্লিনফিড না থাকায় ৫০০ কোটির রাজস্ব হারাচ্ছে সরকার।

এই রকম আরও টপিক