এই সময়ের জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও শবনম বুবলী। প্রথমবার জুটি হয়ে পর্দায় আসছেন তারা। সরকারি অনুদানের সিনেমা ‘দেওয়ালের দেশ’-এ জুটি বেঁধেছেন দু'জন। এরই মধ্যে গণমাধ্যমের চোখ এড়িয়েই পুরো শুটিং শেষ করেছেন রাজ-বুবলী।
সোমবার (২ অক্টোবর) সিনেমার মুখ্য চরিত্রের দুই তারকাকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন মিশুক মনি।
নবীন এই নির্মাতা আরও বলেন, এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।
সিনেমাটি নিয়ে বুবলী বলেন, এর আগে কখনও এরকম চরিত্রে কাজ করা হয়নি। এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরীফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা, অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং।
নায়িকা আরও বলেন, শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল—বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করব না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলের মধ্য দিয়ে কাজ করেছি।
শরীফুল রাজ বলেন, আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনো সিনেমায় কাজ করি না। কারণ, আমার ব্যক্তিগত একটা জার্নি হয় সিনেমার সঙ্গে। নতুন সহশিল্পী, ডিরেক্টর পাই। এটা আমার কাছে বেশ ভালো লাগার। এই সিনেমায় আমাকে অনেক বেশি হেল্প করেছে বুবলী। তার জন্যই আমি নিজের চরিত্রটা আরও ধারণ করতে পেরেছি। তার ক্যারকেটার অনেক চ্যালেঞ্জিং। ও আমাকে সাপোর্ট না দিলে আমি হয়তো দারুণভাবে কাজটা শেষ করতে পারতাম না।
‘দেয়ালের দেশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
news24bd.tv/TR