হীন উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার: ফখরুল  

ফাইল ছবি

হীন উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার: ফখরুল  

আরেফিন শাকিল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হীন উদ্দেশ্যে আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না সরকার। মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একজন প্রবীণ নাগরিক হিসেবে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ পাওয়া সাংবিধানিক অধিকার। আজ মঙ্গলবার মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও আ স ম আবদুর রব, মোহাম্মদ নাসিম, পাকিস্তানের সাবেক পিএম নওয়াজ শরীফকেও বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছে তৎকালীন সরকার। যেই রোগের চিকিৎসা দেশে হওয়া সম্ভব নয়, সেজন্য বিদেশে নেয়া সংবিধান সম্মত। ১/১১ সরকার শেখ হাসিনাও বিদেশে গেছে।

খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে শেখ হাসিনার  রুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানান মির্জা ফখরুল।

বলেন, তার বক্তব্যে প্রমাণ হয়েছে তিনি আদালত থেকে প্রশাসন- সব নিয়ন্ত্রণ করেন। শেখ হাসিনা ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলেও জানান তিনি।

news24bd.tv/TR