বড় ভূমিকম্পের পূর্বাভাসে পাকিস্তানে আতঙ্ক-বিতর্ক

প্রতীকী ছবি

বড় ভূমিকম্পের পূর্বাভাসে পাকিস্তানে আতঙ্ক-বিতর্ক

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে আঘাত হানতে পারে বড় ভূমিকম্প। নেদারল্যান্ডসের বিজ্ঞানী ও ভূকম্পন বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হোগারবেটস এর এমন ভবিষ্যদ্বাণীর পর দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এছাড়া এ নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।

এদিকে, গতকাল সোমবার দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই ডাচ বিজ্ঞানীর ‘ভবিষ্যদ্বাণী সঠিক’ হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনকে আবহাওয়া দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘এই ভবিষ্যদ্বাণী সঠিক হওয়া অসম্ভব কারণ ভূমিকম্প হয় ভূগর্ভস্থ ঝামেলার কারণে। এছাড়া ভূমিকম্প হতে পারে বড় কোনো লেক ও গর্ত সদৃশ্য কাঠামো অথবা পাহাড়ের সমান শিলা গঠনের মাধ্যমে-যেটি অন্য প্লেটে আঘাত হানে। ’

তিনি আরও বলেছেন, ‘কিন্তু সব ভূখণ্ড ও বিশ্বের সব প্লেটের গঠন সম্পর্কে আমরা জানি না। ’

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে ভূমিকম্প সংঘটিত হওয়া নিয়ে ভবিষ্যদ্বাণীটি করেন নেদার‌ল্যান্ডসের সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের বিজ্ঞানী ফ্রাঙ্ক হোগারব্রিটস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) তিনি বলেন, বেলুচিস্তান প্রদেশের চামান ফল্টে ভূমিকম্প হতে পারে। চামান ফল্টে ১৮৯২ সালে রিখটার স্কেলে ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এরপর এক্সে অপর এক বার্তায় তিনি বলেন, ‘আমরা বায়ুমণ্ডলীয় ওঠানামা রেকর্ড করেছি। যারমধ্যে পাকিস্তানের অংশও রয়েছে। এটি সঠিক, বিষয়টি একটি শক্তিশালী ভূমিকম্পের আগাম নির্দেশক হতে পারে (যেমনটি হয়েছিল মরক্কোর ক্ষেত্রে)। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি হবেই। ’

এর আগে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের ব্যাপারে এ ধরনের আগাম সতর্কতা দিয়েছিলেন ফ্রাঙ্ক হোগারব্রিটস।

এছাড়া গত ৩০ জানুয়ারি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও চীনে ভূমিকম্প সংঘটিত হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। এর কয়েকদিন পর ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আজাদ জম্মু ও কাশ্মীর এবং আশপাশের অঞ্চলগুলো কেঁপে ওঠে। সূত্র : ডন