থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল বিপণিবিতানে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক কিশোরকে (১৪) আটক করেছে থাই পুলিশ।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ওই কিশোর একটি হ্যান্ডগান থেকে নির্বিচারে গুলি চালায়।
হামলার সময়কার কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে একটি ভিডিওচিত্রে চারবার বিকট শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, এসব গুলির শব্দ। হামলার সময় বিভিন্ন দোকান ও শৌচাগারে অনেকে আশ্রয় নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হামলার পরে ওই বিপণিবিতান ও পাশের সিয়াম মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।