এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর, ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। তার আগে গুয়াহাটি থেকে আজ দুপুরতেই ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছে দল। তবে অধিনায়ক সাকিব আল হাসান সঙ্গী হননি দলের।
জানা গেছে, টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমামসহ সাকিব আল হাসান গেছেন আহমেদাবাদে। গুজরাটের এ শহরে বুধবার ‘ক্যাপ্টেন্স ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের অধিনায়কদের আসর বসবে এই শহরে।
বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘আহমেদাবাদে ক্যাপ্টেন্স ডে কাল (বুধবার)।
বিশ্বকাপের অধিনায়করা এদিন ফটোশ্যুটের পাশাপাশি নিজ দলের সম্ভাবনা নিয়েও কথা বলবেন। এই আনুষ্ঠানিকতা শেষে ৫ অক্টোবর ধর্মশালায় পৌঁছাবেন সাকিব। ধর্মশালায় আগামীকাল বাংলাদেশ দলের অনুশীলন নেই বলে জানিয়েছেন রাবিদ ইমাম।
news24bd.tv/SHS