বিচ কার্নিভালের শেষদিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

সংগৃহীত ছবি

বিচ কার্নিভালের শেষদিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

অনলাইন ডেস্ক

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাত দিনের বিচ কার্নিভাল ও মেলার শেষ দিনে আজ সমুদ্র সৈকতে ছিল উপচে পড়া ভিড়। হয়েছে ঘুড়ি উৎসব, সার্ফিং প্রদর্শনী, লাইফগার্ড রেসকিউ প্রদর্শনীসহ নানা আয়োজন। এমন আয়োজনে সাড়া দেখে আগামী বছর আরও বড় পরিসরে কার্নিভাল করার কথা ভাবছে জেলা প্রশাসন।

গত ২৭ সেপ্টেম্বর শুরু হয় এ মেলা।

কার্নিভালের শেষ দিনে নানা আয়োজন মুগ্ধ করে দর্শনার্থীদের। লাবনি পয়েন্টের একপাশে চলছে ঘুড়ি উৎসব। আরেক পাশে সমুদ্রের অপার আলঙ্গিনে মোহিত সবাই। হাজারো পর্যটকের অনেকেই এসেছেন সপরিবারে।
স্মৃতিবন্দি করে রাখছেন জীবনের সুন্দর মুহুর্তগুলোকে।

এই মেলায় দুই শতাধিক স্টল বসেছে। যার মধ্যে ৫০টি স্টল নারী উদ্যোক্তাদের। নিজস্ব পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী নানা খাবার পর্যটকদের আকৃষ্ট করছে বলে জানান উদ্যোক্তারা।

মানুষকে এই আয়োজনে আরও সম্পৃক্ত করতে আগামিতে কার্নিভালের পরিসর বাড়নোর কথা ভাবছে জেলা প্রশাসন।