যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মোল্লা বাড়ির রফিকুল ইসলামের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রফিকুল ইসলামের তিন পুত্র সন্তান।
তিনি জানান, ঘটনার দিন দুপুরে শিশু দুইটি বাড়ির পাশে খেলা করছিল । এরপর কোন একসময় তারা লোক চক্ষুর আড়ালে পুকুরের পানিতে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল।