দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ২

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ২

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টায় বিরামপুর পৌর এলাকা কলেজ বাজারের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আফফার উদ্দিনের ছেলে পুলিশের এসআই জহুরুল ইসলাম (৩৮) ও পার্শ্ববর্তী গ্রাম লালপুরের হবিবর রহমানের ছেলে মোনায়েম হোসেন সুজন (৩৮)।  

স্থানীয়রা জানায়, দুই বন্ধু মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে নিজবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

জহুরুল ইসলাম নীলফামারীর জেলার পুলিশের বিশেষ শাখায় এসআই পদে কর্মরত ছিলেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/কেআই