আ. লীগের লোকজনও এখন ভোট দিতে যান না: কাদের সিদ্দিকী

সংগৃহীত ছবি

আ. লীগের লোকজনও এখন ভোট দিতে যান না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের লোকজনও এখন ভোট দিতে যান না বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার দেবিদ্বারে ফাঁসির দণ্ড মওকুফ পাওয়া বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহারকে দেখতে তার বাড়ি গিয়ে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় রাখাল চন্দ্র নাহার হাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বরাদ্দ করা ‘বীর নিবাস’-এর বরাদ্দপত্র ও নগদ অর্থ তুলে দেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা শুধু ভোট চুরি করেন।

তাদের চরিত্র বলে কিছু নেই।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে কোনো নির্বাচন হইছে? কিছুদিন আগে ঢাকা-১৭ আসনে ভোট হলো। আওয়ামী লীগেরই ভোট লাখের ওপরে, কয়টা পাইছে নৌকা? নিজেদের লোকই যায় না, জনগণের কী ঠেকা পাগল-ছাগলকে ভোট দেওয়ার? আমি মানবের দেশ চেয়েছিলাম, দানবের নয়। এদেশে বাস করতে হলে স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দেলোয়ার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

news24bd.tv/A