সাকিবের জোড়া আঘাত

সংগৃহীত ছবি

সাকিবের জোড়া আঘাত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।  আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহর উইকেটও শিকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

১৫তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন মিরাজ।

বাংলাদেশের প্রয়োজন ছিল আরেকটি ব্রেকথ্রু। তবে সেটি এনে দিলেন আগের উইকেট শিকার করা সাকিব আল হাসানই! 

আবারও অফ স্টাম্পের বাইরের বল। এবারও লেংথ কম। আবার সুইপের চেষ্টা, এবার ব্যাটসম্যান রহমত শাহ।

আবার টপ-এজ। যদিও এবার ক্যাচ গেছে উল্টো দিকে, কাভারে। লিটন দাস সেখানে ভুল করেননি। সাকিব পেয়েছেন দ্বিতীয় উইকেট, বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় উইকেট।  

এরআগে পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন। তবে পরের ওভারে এসে ঠিকই উইকেটের দেখা পেয়েছেন। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরে করেছিলেন সাকিব, ছিল বাড়তি বাউন্স। সুইপের চেষ্টা করেছিলেন ইব্রাহিম, তবে টপ-এজে ক্যাচ গেছে ডিপ স্কয়ার লেগে। বাংলাদেশ পেয়েছে প্রথম উইকেট, নবম ওভারে। ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙেছে ৪৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২৩ ওভারে ১০৬ রান।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক